সাভারের সিআরপিতে দিনব্যাপী পালিত হচ্ছে বার্ষিক উন্মুক্ত দিবস
টিপু সুলতান (রবিন), সাভার থেকে: প্রতিবিন্ধীদের অংশগ্রহনে সাভারের প্রক্ষাঘাত গ্রস্থদের পুনর্বাসন কেন্দ্র (সিআরপিতে) দিনব্যাপী পালিত হচ্ছে বার্ষিক উন্মুক্ত দিবস। দিবসটি উপলক্ষে প্রতিবন্ধীদের জন্য সিআরপি প্রঙ্গনে মেলা, চিত্রপদর্শনী, মনজ্ঞ্য সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রতিবন্ধী ব্যক্তিদের খেলাধুলা,নাগরদোলা ও লটারি সহ বিভিন্ন বিনোদনের আয়োজন করেছে প্রতিষ্ঠানটি।
সিআরপির বার্ষিক উন্মুক্ত দিবস উপলক্ষে শুক্রবার সকাল থেকেই প্রতিবন্ধী সহ সাধারন মানুষের পদচারনায় মূখরিত ছিল সিআরপি প্রাঙ্গন।
সিআরপির সেবা সমূহ দেশের সর্বস্তরের মানুষের মাঝে পৌছে দিতেই প্রতিবছর এ ধরনের আয়োজন করা হয় জানিয়েছেন আয়োজকরা।
ভক্সপপ: সুলক্ষনা শ্যামা বিশ্বাস , ক্লিনিক্যাল ফিজিও থেরাপিস্ট , সিআরপি,ও আয়োজক কমিটির সদস্য।
সিআরপির প্রতিষ্ঠাতা ভেলরী টেইলরের সভাপতিত্ত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজ কল্যান মন্ত্রনালয়ের সচিব ড.চৌধুরী মো: বাবুল ।
এছাড়া আইসিআরসির ডেপুটি হেড অফ ডেইলিগেশন নাসরীন আরা নুসরাত আমিন ও সিআরপির নির্বাহী পরিচালক মো: সফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
মন্তব্য চালু নেই