সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে সারাদিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে উদযাপন করল সাভারের গণস্বাস্থ্য কেন্দ্র। ১৬ ডিসেম্বর সকালে জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করে গণস্বাস্থ্য কেন্দ্রের পি.এইচ.এ মাঠে শুরু হয় অনুষ্ঠানটি।

গণস্বাস্থ্যের এই কেন্দ্রে কর্মরত সকল কর্মকর্তা ও কর্মচারী এবং তাদের পরিবারের সকলের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে খেলাধুলার মাধ্যমে সকাল ১০টায় প্রথম পর্বের আয়োজন সম্পন্ন হয়। এ সময় ছোটদের বিভিন্ন খেলার পাশাপাশি বড়দের খেলাধুলার আয়োজনও ছিল।

দুপুর ২টায় মধ্যাহ্ন্য ভোজের পর পি.এইচ.এ অডিটোরিয়ামে মহান বিজিয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেম নিয়ে মূল্যবান বক্তব্য রাখেন।

সন্ধ্যায় গণস্বাস্থ্য কেন্দ্রের কর্মকর্তা ও কর্মচারী ক্লাবের সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানে গণস্বাস্থ্যে কর্মরত উপজাতিরাও তাদের সংস্কৃতি তুলে ধরে। অনুষ্ঠানে গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা আমন্ত্রিত ছিল।

উল্লেখ্য, সাভারের গণস্বাস্থ্য কেন্দ্র প্রতিটি জাতীয় দিবসে এ ধরণের জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করে থাকে।



মন্তব্য চালু নেই