সাবেক ছাত্রলীগ নেতার হাত-পায়ের রগ কর্তন

ঝিনাইদহ শহরের ব্যাপারীপাড়ায় শাহ মোহাম্মদ রবি (২৮) নামে পৌর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতিকে কুপিয়ে হাত ও পায়ের রগ কেটে দিয়েছে দুবৃর্ত্তরা।

বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

রবি সদর উপজেলার ছোটকামারকুণ্ডু গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে এবং ঝিনাইদহ সরকারি কেসি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের দর্শন বিভাগের ছাত্র।

স্থানীয়রা জানায়, দুপুরে শহরের ব্যপারীপাড়ার এতিমখানার সামনে শাপলা চত্বরে রবিসহ কয়েকজন দাঁড়িয়ে গল্প করছিল। এ সময় ৪-৫ জনের একদল মুখোশধারী দুর্বৃত্ত তাকে ধাওয়া করলে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন। দুবৃর্ত্তরা তার পিছু পিছু ধাওয়া করে পাড়ার ভিতরেই ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। এরপর তার হাত ও পায়ের রগ কেটে রেখে যায়।

খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, রবিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।



মন্তব্য চালু নেই