সাবেক এমপি জব্বারের বিরুদ্ধে মামলা
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাতক্ষীরা সদর আসনের জাতীয় পার্টির সাবেক এমপি এমএ জব্বার এবং তার ছেলে মাহাবুবুর রহমানের বিরুদ্ধে রাজধানীর রমনা থানায় পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার দুপরে দুদকের সহকারী পরিচালক মাসুদুর রহমান বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলা নম্বর ২০ এবং ২১।
বিষয়টি নিশ্চত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য।
সূত্র জানায়, ১ কোটি ৭৩ লাখ ৩৪ হাজার ৪৯০ টাকা এবং তার ছেলের বিরুদ্ধে ১৯ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের সন্ধান পায় দুদক।
মন্তব্য চালু নেই