সাবেক এমপির ভাইকে জুতাপেটা

ঝালকাঠিতে মসজিদ ভাঙতে গিয়ে জুতাপেটার শিকার হয়েছেন বিএনপির সাবেক এমপির ছোট ভাই গাজী জসিম উদ্দীন বাপ্পী। পরে বিক্ষুব্ধ জনতার হাত থেকে পুলিশ তাকে উদ্ধার করে।

সোমবার দুপুরে শহরের পালবাড়িস্থ বন বিভাগের পাশে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঝালকাঠি সদর আসনের বিএনপির সাবেক এমপি মরহুম গাজী আজিজ ফেরদৌসের ছোট ভাই বাপ্পী গাজী তার লোকজন নিয়ে নিলামে কেনা জমির মধ্যে থাকা মদিনা সল্ট জামে মসজিদের দুই পাশের দেয়াল ভেঙে দেন। এক পর্যায়ে তারা মসজিদ ভাঙার চেষ্টা করলে এলাকাবাসী বাধা দেয়। এ সময় এলাকাবাসীর সঙ্গে তাদের সংঘর্ষ বেধে গেলে বাপ্পী গাজী জুতাপেটা শিকার হন।

খবর পেয়ে পৌর কাউন্সিলর রেজাউল করিম জাকির, ঝালকাঠি সদর থানার এসআই ফারুক সিকদার ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ উভয়পক্ষকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়। পরে কাউন্সিলরের মধ্যস্থতায় বাপ্পী গাজীকে ছেড়ে দেয় পুলিশ।

এ ব্যপারে গাজী জসিম উদ্দীন বাপ্পী জানান, ১৯৯৪ সালে তারা ব্যাংকের কাছ থেকে নিলামে জমিটি ক্রয় করেন। ওই জমি দখল করতেই তিনি গিয়েছিলেন। জমিতে মসজিদ থাকলেও জমিটি তাদের ক্রয় করা।

এ ব্যাপারে ঝালকাঠি সদর থানার এসআই ফারুক সিকদার জানান, মসজিদ নিয়ে দুইপক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে উভয়পক্ষকে থানায় ডেকে নিয়ে যান তিনি। নিজেরা বসে বিষয়টি মীমাংসা করার আশ্বাস দিলে তাদের ছেড়ে দেয়া হয়। তবে এ ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি।



মন্তব্য চালু নেই