সাবেক আইজিপি হলেন স্পেনের রাষ্ট্রদূত
পুলিশের সাবেক মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকারকে স্পেনে বাংলাদেশের রাষ্ট্রদূত পদে নিয়োগ দেয়া হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রনালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, অবসর উত্তর ছুটি ভোগরত বাংলাদেশ পুলিশের মহা-পুলিশ পরিদর্শক হাসান মাহমুদ খন্দকার, বিপিএম, পিপিএম, এনডিসিকে তার অভোগকৃত অবসর উত্তর ছুটি (পিআরএল) বাতিলের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী ৩ বছর মেয়াদে স্পেনে বাংরাদেশের রাষ্ট্রদূত পদে চুক্তি ভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।
এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
আরেক প্রজ্ঞাপনে অবসর-উত্তর ছুটি (পিআরএল) ভোগরত সাবেক অতিরিক্ত সচিব খন্দকার আখতারুজ্জামানকে এক বছর মেয়াদে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে।
মন্তব্য চালু নেই