সাবধান! এই ঝুঁকিপূর্ণ ২২টি পাসওয়ার্ডের ১টি আপনি ব্যবহার করছেন না তো?

বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে পাসওয়ার্ডটা অনেক বেশি জরুরি। একবার এই পাসওয়ার্ড কোনোভাবে হাতছাড়া হয়ে গেলে আপনাকে এর জন্য অনেক মাশুল দিতে হতে পারে। এজন্য পাসওয়ার্ডের ক্ষেত্রে আরও বেশি সতর্ক হওয়ার কোনো বিকল্প নেই। কমন ও সহজ পাসওয়ার্ডের কারণে আপনার পাসওয়ার্ড জেনে নিয়ে হ্যাক করে ফেলছে হ্যাকাররা। এতে বাড়ছে সাইবার ক্রাইম।

তাহলে আপনি নিজেকে আরও বেশি নিরাপদ রাখবেন না কেন? কেন অযথা ঝুঁকি নিতে চাইবেন? পাসওয়ার্ড ব্যবস্থাপনা প্রতিষ্ঠান স্প্ল্যাশডাটা সেই ২০১১ সাল থেকেই বলে আসছে, কোন পাসওয়ার্ডগুলো বড্ড কমন হয়ে দাঁড়িয়েছে। তারা তো এখন বলছে অন্তত ২০ লাখ পাসওয়ার্ড এতটাই কমন যে, সেগুলো অবলীলায় জেনে ফেলছে হ্যাকাররা। তাই ২০১৬-তে এসে স্প্ল্যাশডাটা বলছে, নিজের পাসওয়ার্ডে অন্তত ১২টি অক্ষর এবং সংখ্যা মিলিয়ে রাখুন।

আর তারা বলছে এই পাসওয়ার্ডগুলো এত কমন হয়ে গিয়েছে, যে একেবারে ব্যবহার করবেন না। তালিকাটায় থাকা ২২টি পাসওয়ার্ডে একবার চোখ বুলিয়ে নেন:

১) 12345678; ২) 12345 ; ৩) 123456789; ৪) football; ৫) 1234; ৬) 1234567; ৭) baseball; ৮) welcome; ৯) 1234567890; ১০) abc123; ১১) 111111; ১২) 1qaz2wsx; ১৩) dragon; ১৪) master; ১৫) monkey; ১৬) letmein; ১৭) login; ১৮) princess; ১৯) qwertyuiop; ২০) solo; ২১) passw0rd; ২২) starwars



মন্তব্য চালু নেই