সাপ কি সত্যিই দুধ খায়?

না। সাপ দুধ খায় না। সাপ সম্পূর্ণভাবে মাংসাসী প্রাণী যা অন্য ছোট প্রানীর মাংস খায়। চিড়িয়াখানায় সাপের খাঁচায় কখনো দুধ দেখেছেন ? সাপ পিপাসা পেলে পানি পান করে। দুধ পান করেনা। তারা দুধ ভালভাবে হজম করতে পারেনা।

সরীসৃপের জীবন দুধের সাথে সম্পৃক্ত নয়। কারন এরা ডিম পাড়ে, মায়ের দুধ পানের সুযোগ নেই। এদের কোন দুগ্ধক্ষরা গ্রন্থিও নেই। তাই দুধ খাওয়ার প্রশ্নই আসেনা। তবে তীব্র পানি পিপাসায় সামনে প্রাপ্ত যেকোন ধরনের তরল খাবার; যেমন দুধ পান করতে পারে। তবে সহজে সচারাচর সাপ দুধ পান করে না।

আমাদের মত দেশে পানির অধিক্য এত বেশী যে সাপের দুধ খাওয়ার কোন প্রশ্নই আসে না। যতই আমরা দুধ কলা দিয়ে কালসাপ পোষার কথা বলি বা সাপের দুধ খাওয়ার রুপকথা শুনিনা কেন, সাপ দুধ খাবেই না।



মন্তব্য চালু নেই