সানি লিওনের শরীরে নিজের মাথা দেখে বিব্রত মৌসুমি

চলচ্চিত্র নির্মাতা ফিরোজ খান প্রিন্স পরিচালিত ‘মাস্তানি’ ছবিটি আগামী শুক্রবার, ১৯ আগস্ট দেশব্যাপী মুক্তি পাচ্ছে। কিন্তু এরই মধ্যে বিভিন্ন গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় এর পোষ্টার নিয়ে শুরু হয়েছে সমালোচনা।

মাস্তানী ছবিতে অভিনয় করা পোস্টারে মৌসুমি হামিদের মাথা সানি লিওনের শরীরে বসিয়ে দেয়ার অভিযোগ উঠেছে। অনেক গণমাধ্যম এই নকল পোস্টারের জন্য সংবাদ করতে গিয়ে মৌসুমিকে শিরোনামে টেনে এনেছেন।

এ নিয়ে মৌসুমি ক্ষোভ প্রকাশ করেছেন, তিনি বলেন, ‘মাস্তানি’ ছবির পোস্টারটি আমিও দেখেছি। এটা একেবারেই হাস্যকর এবং অপেশাদারিত্বসুলভ আচরণ হয়েছে। যেভাবে নকলটি করা হয়েছে সেটি অন্যায়। কিন্তু এর দায় তো ভাই আমার নয়। আমি ছবির নায়িকা। একটি চরিত্রে বিশেষ অনুরোধে কাজ করেছি। ছবির প্রচারণার দায়িত্ব আমার নয়। কোনো নায়ক-নায়িকারই থাকে না। ছবির টিম চাইলে তারা ছবির অন্যতম কুশীলব হিসেবে প্রচারণায় অংশ নেন। তবে কেন সবাই আমাকে দোষ দিয়ে সংবাদের শিরোনাম করেছেন? নিউজের কাটতির জন্য কাউকে অন্যায়ভাবে দায়ী করাটা কী ঠিক? কেউ এমন সব শিরোনাম দিয়েছেন যে, পোস্টার নকল যেন আমি করেছি! কখনো দেখেছেন কোনো নায়িকা ছবির পোস্টার বানিয়েছে?

তিনি আরো বলেন, ‘পরিচিত এবং জনপ্রিয় সব সংবাদপত্রের সাংবাদিকরাই কমবেশি আমার পরিচিত। অনেকের সঙ্গে সম্পর্কটা ভাই-বন্ধুর মতো। তারা অনেক অভিজ্ঞ চলচ্চিত্রের বিষয়ে। তারা জানেন একটি ছবির প্রচারণার দায়িত্বে থাকে পরিচালক, প্রযোজকরা। কিন্তু সব জেনে শুনেও যখন যুক্তিহীনভাবে নিউজ করে আমার ওপর দোষ চাপানো হয়, তখন সেটি আমার জন্য হতাশার এবং বেদনার।’

ক্ষোভ ঝেড়ে মৌসুমি আরো বলেন, ‘ইন্ডাস্ট্রিতে একজন নির্মাতা আছেন যাকে আমি শ্রদ্ধা করে বাবা বলে ডাকি। তিনি আমাকে বলেছিলেন, মারুফ আছে ছবিতে, হয়তো কাজটি ভালো হবে করো। সেজন্য আমি এই ছবিতে কাজ করতে রাজি হয়েছিলাম। কিন্তু অনুরোধের ঢেঁকি গিলতে গিয়ে আমি নিজেই মসিবতে পড়েছি। এভাবে অপদস্ত হলে নতুনরা তো কাজে আগ্রহ হারিয়ে ফেলবে।’

মৌসুমি ছবিটির ট্রেলার দেখে হতাশ হয়েছেন। তিনি বলেন, ‘কিছুদিন আগে ছবির ট্রেলার প্রকাশ পায়। সেটি দেখে হতাশ হয়েছি। আমার নিজের কাছেই এটি ভালো লাগেনি। তাহলে দর্শকদের কাছে ছবিটি ভালো লাগবে এমনটা আশা আমি একদমই করি না। সেজন্য ‘মাস্তানি’ ছবি নিয়ে আমি কোথায়ও কিছু বলছি না। নিজের কাছে খুব অস্বস্তি লাগছে। কবে ১৯ তারিখ যাবে আর কবে মাস্তানির রেশ কাটবে।’

কথার শেষ টেনে মৌসুমি বলেন, ‘আমি বর্তমানে ঈদ নাটকের শুটিং নিয়ে মহা ব্যস্ত। এটা নিয়ে কাটছে দিনরাত। আমি এই ছবির কোনো প্রচার-প্রচারণায় অংশ নেব না।’

প্রসঙ্গত, ‘মাস্তানি’ ছবির কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক কাজী মারুফ। তার বিপরীতে দেখা যাবে চিত্রনায়িকা মৌসুমি হামিদকে। এছাড়া আরো অভিনয় করেছেন রিপন খান, সাদিয়া আফরিন, মৌমিতা প্রমুখ।



মন্তব্য চালু নেই