সানিয়া মির্জার পোশাক নিয়ে বিতর্কে মুম্বাইয়ের মাওলানা
এবার ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার পোশাক নিয়ে প্রশ্ন তুললেন দেশটির এক মাওলানা। ভারতীয় ক্রিকেটার মুহাম্মদ সামির স্ত্রীর পোশাক নিয়ে কিছুদিন আগেই সমালোচনার ঝড় উঠেছিল সোশ্যাল মিডিয়ায়। ছবিতে স্লিভলেস একটি পোশাক পরে মেয়েকে নিয়ে ছবি পোস্ট করেছিলেন সামির স্ত্রী। এ নিয়ে সামির পাশে দাঁড়িয়েছিলেন ভারতের একাধিক ক্রিকেট ব্যক্তিত্ব।
সম্প্রতি সাজিদ রশিদ নামে মুম্বাইয়ের এক আলেম একটি টিভি অনুষ্ঠানে সানিয়া মির্জাকে লক্ষ্য করে মন্তব্য করেন, যদি কোনো খেলায় নারীদের বোরখা খোলার প্রয়োজন পড়ে, তা হলে সেই খেলার কোনো প্রয়োজন নেই। বোরখা খুলে সানিয়ার খেলা করাটা কাম উত্তেজক ও অনৈসলামিক। তাই ওই ধরনের খেলায় মুসলিম মেয়েদের অংশ নেওয়া উচিত নয়।
ভারতের বিশিষ্ট বুদ্ধিজীবী তারেক ফাতাহ-র ‘ফাতাহ কা ফতোয়া’ অনুষ্ঠানে ওই কথা বলেন রশিদ। তাকে প্রশ্ন করা হয়, আপনার কি মনে হয় সানিয়া মির্জার পোশাক ইসলাম বিরোধী?
ফাতাহও অনুষ্ঠানে প্রশ্ন করেন, বোরখা কি মুসলিম নারীদের জন্য জরুরি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই মাওলানা ও তিন নারী সমাজকর্মী। সাজিদ ওই অনুষ্ঠানে বলেন, নারীদের কুস্তিতেও অংশ নেওয়া উচিত নয়।
মন্তব্য চালু নেই