সাত বছরে ৭ শতাধিক পত্রিকার নিবন্ধন
বর্তমান সরকারের মেয়াদে (সাত বছরে) সাত শতাধিক পত্রিকার নিবন্ধন প্রদান করা হয়েছে বলে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু জাতীয় সংসদকে জানিয়েছেন। মঙ্গলবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে জাসদের সংসদ সদস্য নাজমুল হক প্রধানের প্রশ্নের জবারে মন্ত্রী এ তথ্য জানান।
বর্তমান সরকারের আমলে বেসরকারি মালিকানায় ৩১টি স্যাটেলাইট চ্যানেল, ২৪টি এমএম রেডিও ও ৩২টি কমিউনিটি রেডিও’র অনুমোদন দেওয়া হয়েছে বলে তথ্যমন্ত্রী জানান।
মন্ত্রী বলেন, ‘প্রতিষ্ঠানগুলোর নিজস্ব দায়বদ্ধতা ও সরকারের সময়োচিত পদক্ষেপের কারণে সংবাদপত্র ও ইলেকট্রনিক গণমাধ্যম কাঙ্ক্ষিত উৎকর্ষ অর্জন করেছে।’
বেগম সানজিদা খানমের প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, ‘চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের আওতাধীন বিদ্যমান চিনিকলগুলো ত্রিশ, পঞ্চাশ ও ষাটের দশকে স্থাপিত হওয়ায়, এগুলোর অর্থনৈতিক মেয়াদ শেষ হয়ে গেছে।এগুলোর জন্য পর্যায়ক্রমে প্রয়োজনীয় যন্ত্রপাতি প্রতিস্থাপনসহ উপজাতভিত্তিক শিল্প স্থাপনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।’
দেশীয় সার কারখানাগুলোর উৎপাদন সক্ষমতা কমে গিয়ে আমদানি নির্ভরতা বৃদ্ধির বিষয়টি সত্য নয় বলে দাবি করেছেন শিল্পমন্ত্রী। নজরুল ইসলাম বাবুর প্রশ্নের জবাবে আমির হোসেন আমু বলেন, ‘বিসিআইসির বেশিরভাগ কারখানাগুলো ২০/২৫ বছরের পুরনো। এগুলোর আয়ুষ্কাল ইতোমধ্যে শেষ হওয়া এবং সরকারি সিদ্ধান্তে বছরের প্রায় ৭/৮ মাস গ্যাস সরবরাহ বন্ধ থাকায় উৎপাদন কম হচ্ছে।’
সারের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকারের পদক্ষেপ তুলে ধরে মন্ত্রী বলেন, ‘সার কারখানারগুলোর উৎপাদন বৃদ্ধির জন্য যমুনা ফার্টিলাইজার কোম্পানি, আশুগঞ্জ ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল কোম্পানি , ইউরিয়া ফার্টিলাইজার ফ্যাক্টরি ও পলাশ ইউরিয়া ফার্টিলাইজার ফ্যাক্টরির পুনর্বাসন কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। ফলে এগুলোর উৎপাদন অব্যহত রয়েছে। নতুন সার কারখানা শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি উৎপাদনে আসায় ইউরিয়া সারের আমদানি নির্ভরশীলতা কমছে।’
সারের আমদানি নির্ভরশীলতা কমাতে প্রতিদিন ২৮ শ মেট্রিক টন উৎপাদন ক্ষমতার নতুন আরও একটি ইউরিয়া সার কারখানা স্থাপনের প্রকল্প গ্রহণ করা হয়েছে।
শফিকুল ইসলাম শিমুলের প্রশ্নের জবাবে বিদ্যুত প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ‘২০১৭ সালের জানুয়ারি পর্যন্ত ক্যাপটিভসহ দেশে বিদ্যুতের উৎপাদন ক্ষমতা ১৫ হাজার ৩৫১ মেগাওয়াট। চাহিদার বিপরীতে এ পর্যন্ত (জুন ২০১৬) সর্বোচ্চ ৯ হাজার ৩৬ মেগাওয়াট বিদ্যুত উৎপাদিত হয়েছে।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে মঙ্গলবার বৈঠকে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।
মন্তব্য চালু নেই