সাত দিনের মধ্যে সব স্বাভাবিক হবে

সাত দিনের মধ্যে সব সহিংসতার অবসান ঘটবে, পরিস্থিতি স্বাভাবিক হবে বলে দাবি করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেছেন, ‘খালেদা জিয়া এখন যে পথে হাঁটছেন, এই পথ তাকে একদিন শেষ করে দেবে।’
দশম জাতীয় সংসদের পঞ্চম অধিবেশনে বৃহস্পতিবার মাগরিবের বিরতির পরে অনির্ধারিত আলোচনায় মন্ত্রী এ কথা বলেন।
খালেদাকে ব্যর্থ দাবি করে তোফায়েল বলেন, ‘তিনি মনে করেন, নির্বাচনকে তিনি বানচাল করতে পারবেন। তিনি সফল হননি। তার রাজনৈতিক জীবন ব্যর্থতায় ভরা। অতীতে তিনি বারবার পরাজিত হয়েছেন। ৫ জানুয়ারির নির্বাচনে তিনি পরাজিত হয়েছেন।’
তোফায়েল আরও বলেন, ‘খালেদা জিয়া যে পথে হাঁটছেন, এইপথ তাকে একদিন শেষ করে দেবে। তিনি যে অশান্তি সৃষ্টি করতে চাইছেন, অতিতের মতো তিনি আবারও ব্যর্থ হবেন।’
খালেদা জিয়া সুন্দর করে তার অফিস সাজিয়েছেন উল্লেখ করে আওয়ামী লীগের এ উপদেষ্টামণ্ডলীর সদস্য বলেন, ‘তিনি তো আরামে আছেন। যে নুরজাহান তার সন্তান হারিয়েছেন, তার জবাব কে দেবে? সময় এসেছে বাংলার মানুষকে নিয়ে এ ধরনের নাশকতামূলক কাজ রুখে দাঁড়ানোর।’
উল্লেখ্য, এর আগে ১৬ জানুয়ারি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত দাবি করেছিলেন, এক সপ্তাহের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে।



মন্তব্য চালু নেই