সাতক্ষীরা সদর উপজেলার উপ-নির্বাচন অনুষ্ঠিত

সাতক্ষীরা সদর উপজেলার ১১ নং ঝাউডাঙ্গা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আজ উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কঠোর নিরাপত্তার ভিতরে শান্তিপূর্ণভাবে মনোরম পরিবেশে নির্বিঘে ভোটাররা তাদের ভোটাধিকার প্রদান করে। মোঃ আল-মামুন রানা মোরগ প্রতিক চিহ্ন নিয়ে ও গোলাম রহমান ফুটবল প্রতিক চিহ্ন নিয়ে নির্বাচন করে। আল-মামুন রানা মোরগ প্রতিক চিহ্ন নিয়ে ১১৩১ ভোট পায়, তার প্রতিদ্বন্দী প্রার্থী গোলাম রহমান ফুটবল প্রতিক চিহ্ন নিয়ে পায় ১০১০ ভোট। ১২১ ভোটে আল-মামুন রানাকে প্রিজাইটিং অফিসার বাবলুর রহমান বেসরকারীভাবে নির্বাচিত ঘোষণা করেন। উক্ত ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ২৬৭৬ জন। কাউন্ট হয়েছে ২১৪৮ ভোট। বিজয়ী প্রার্থী আল-মামুন রানা আওয়ার নিউজকে জানান, আমার বাবার রেখে যাওয়া অসাপ্ত উন্নয়ন মূলক কাজগুলো বাবার মত দলমত নির্বিশেষে সকলের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার চেষ্ঠা করব।



মন্তব্য চালু নেই