সাতক্ষীরা শহরের প্রধান সড়ক চলাচলের অনুপযোগী যাত্রী সাধারণের দূর্ভোগ চরমে
মোঃ বদরুজ্জামান, বিশেষ প্রতিনিধি, সাতক্ষীরা : সাতক্ষীরা শহরের প্রান কেন্দ্র কদমতলা ব্রিজ হতে বাঁকাল স্কুল পর্যন্ত সড়কে খানা খন্দকে ভরা। জন সাধারণের চলাচল সম্পন্ন অনুপযোগী হয়ে পড়েছে। ব্যস্ততম সড়কে প্রতিদিন প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ চলাচল করলেও সড়কের ভগ্নদশা উত্তরনে কারও মাথা ব্যাথা নেই। গত দুই দিনের বর্ষায় সড়কে বড় বড় গর্তে পরিনত হয়েছে। গাড়ী চলাচলের সময় গাড়ী গুলি কেবল ঝাকুনী দেয়না যাত্রী সাধারণের রীতিমত ঝাকুনি খেতে হয়। সড়কে চলাচলকারী যানবাহন পথচারী রিক্সা ভ্যান চালকদের চরম ভোগান্তী পোহাতে হচ্ছে। বিশেষ করে যানবাহন চলাচলের সময় গর্তে পড়ে পথচারী সাইকেল আরহীর সমগ্র শরীর খোয়া, বালি, কাদা মিশ্রিত পানিতে ভরে যায়। পানি সুকাইয়ে গেলে পূরা শহর ধূলায় ময়লায় আচ্ছন্ন হয়ে পড়ে। শহর বাসীর অত্যন্ত কষ্টে চলাচল করতে হচ্ছে। সড়কে কিছু কিছু গর্তে নাম সর্বস্ব পাথর বালি ফেলে সড়ক বিভাগ হাতিয়ে নিচ্ছেন বড় অংকের টাকা। এতে জনগনের কোন উপকার হচ্ছে না। জন সাধারণ ভোগান্তি কমানোর জন্য সড়কের নির্বাহী প্রকৌশলীর কাছে জানতে চাইলে নির্বাহী প্রকৌশলী মোঃ মঞ্জুরুল করিম আওয়ার নিউজ বিডিকে জানান আমরা পাথর বালি দিয়ে সংস্কারের চেষ্টা করছি। কিন্তু আমাদের আর্থিক সিমাবদ্ধতা রয়েছে।
মন্তব্য চালু নেই