সাতক্ষীরা সীমান্তে বিএসএফের নির্যাতনে বাংলাদেশী গরু রাখাল নিহত

সাতক্ষীরার বৈকারী সীমান্তের বিপরীতে ভারতের কৈজুড়ি এলাকায় বিএসএফের নির্যাতনে আহাদ আলী নামের এক বাংলাদেশী গরু রাখাল নিহত হয়েছেন। তিনি সদর উপজেলার ছয়ঘরিয়া গ্রামের উজির আলীর ছেলে।
ঝাউডাঙ্গা ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম জানান, রোববার ভোর রাতে ভারত থেকে গরু নিয়ে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ফিরে আসার সময় বিএসএফএর কৈজুড়ি ক্যাম্প সদস্যরা তাকে ধরে নৃশংসভাবে পিটিয়ে ও কুপিয়ে ফেলে রেখে যায়। পরে তার সঙ্গীরা তাকে নিয়ে বাংলাদেশে আনার পর তিনি মারা যান। তিনি আরও জানান, বর্তমানে তার মৃত দেহ ছয়ঘরিয়ায় নিহতের বাড়ি রয়েছে ।
সাতক্ষীরা ৩৮ বিজিবি’র অপারেশন অফিসার মেজর এটিএম আহসান জানান, ঘটনাটি শুনেছি। পরে বিস্তারিত জানানো হবে।
এদিকে আহাদ আলীর মা মরিয়ম বেগম জানান,আমার ছেলে রাতে গরু আনতে ভারতে যায়। সকালে তার মরদেহ সহযোগীরা বাড়ীতে রেখে যায়।



মন্তব্য চালু নেই