পারিবারিক সহিংসতা নিয়ে ডিআরআরএর উদ্যোগে

সাতক্ষীরা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে সেমিনার

সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরা প্রেসকøাব মিলনায়তনে গত ২জুন বেলা ১১ টায় মানুষের জন্য ফাউন্ডেশন এর আর্থিক সহযোগিতায় ও ডিজএ্যাবল্ড রিহ্যাবিলিটেশন এন্ড রিসার্চ এসোসিয়েশন (ডি.আর.আর.এ) এর উদ্যোগে রাইটস টু এমপাওয়ারমেন্ট ফর দ্য ডিজএ্যাবল্ড (রেড) প্রকল্পের অধীনে পারিবারিক সহিংসতা নিয়ে এক সেমিনারের আয়োজন করা হয়। ডি.আর.আর.এ ম্যানেজার জি. এম. আনজির হোসেনের সভাপত্বিতে সেমিনারে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা প্রেস কøাবের সভাপতি আবু আহমেদ। বিশেষ ছিলেন প্রেসকøাবের সাধারণ সম্পাদক মস্তাফিজুর রহমান উজ্জল ও সাতক্ষীরা বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক এম রফিক। উপস্থিত ছিলেন ডিআরআরএ কর্মকর্তা এম. আবুল হোসেন, সমন্বয়কারী মো:সিরাজুল ইসলাম, হিসাবরক্ষক সুকান্ত সাহা, রেড প্রকল্পের সুপারভাইজার জি.এম.নূরুন্নবী হাসান, সেচ্ছা সেবক মুনিরা খাতুন ও সুজিত কুমার। প্রধান অতিথি বলেন ডি.আর.আর.এ যে পারিবারিক সহিংসতা আইন নিয়ে সেমিনারের আয়োজন করেছে এজন্য তিনি ডি.আর.আর.এ কে ধন্যবাদ জানান। বিশেষ অতিথি মোস্তাফিজুর রহমান উজ্জল বলেন যে এ ধরনের সেমিনারের মাধ্যমে আমাদের সমাজে লোকদের সচেতন করা সম্ভব। ডি.আর.আর.এ রেড প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মো:সিরাজুল ইসলাম বলেন, আমাদের সমাজে এখনো অনেক প্রতিবন্ধী আছে যারা বিভিন্ন ভাবে নির্যাতনের শিকার হচ্ছে।
সেমিনারে জেলার বিভিন্ন পত্রিকা ও ইলেকট্রনিক মিডিয়ার ৩০ জন সাংবাদিক অংশ গ্রহম করেন।
অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন ডি.আর.আর.এ রেড প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মো.সিরাজুল ইসলাম ।



মন্তব্য চালু নেই