সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল মোতালেবের ১২তম মৃত্যুবার্ষিকী পালিত
আব্দুর রহমান,সাতক্ষীরা ॥ নানা কর্মসূচির মধ্যদিয়ে দৈনিক কাফেলার সম্পাদক, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি, বাংলাদেশ অভজারভার ও বিটিভির সাবেক জেলা প্রতিনিধি প্রয়াত আব্দুল মোতালেবের ১২তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকাল ১০টায় সাতক্ষীরা প্রেসক্লাব আলোচনা সভার আয়োজন করে। প্রেসক্লাব মিলনায়তনে ক্লাবের সভাপতি আবু আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আব্দুল মোতালেবের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বারী ও এম কামরুজ্জামান, জনকণ্ঠের স্টাফ রিপোর্টার মিজানুর রহমান, ভোরের কাগজের স্টাফ রিপোর্টার ড. দিলীপ কুমার দেব, একাত্তর টিভির বরুন ব্যানার্জি, সংবাদের আবুল কাশেম, বাংলাভিশনের আসাদুজ্জামান, নবরাজের সেলিম রেজা মুকুল, মোহনা টিভির আব্দুল জলিল, বাংলানিউজ ও পত্রদূতের শেখ তানজির আহমেদ প্রমুখ। এ সময় বক্তারা আব্দুল মোতালেবের আদর্শ অনুকরণের আহবান জানান। এর আগে সকাল ৯টায় সাংবাদিক নেতৃবৃন্দ প্রয়াত আব্দুল মোতালেবের কবর জিয়ারত করে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
প্রসঙ্গত, প্রয়াত সাংবাদিক আব্দুল মোতালেব বাংলাদেশ অভজারভার ও বিটিভির জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি বাংলাদেশ সাংবাদিক সমিতির সভাপতি, স্কাউট ও রেড ক্রিসেন্ট আন্দোলনসহ সাতক্ষীরা জেলার তিন শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ছিলেন। তার হাতেই প্রতিষ্ঠা লাভ করে সাতক্ষীরার প্রথম পত্রিকা দৈনিক কাফেলা।
মন্তব্য চালু নেই