সাতক্ষীরা পৌর সভায় পশু কোরবানীর ৪৭টি স্থান নির্ধারণ
আব্দুর রহমান : সাতক্ষীরা পৌর সভায় কোরবানীর পশু জবেহ সংক্রান্ত বিষয়ে অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে সাতক্ষীরা পৌর সভার আয়োজনে পৌরসভা মিলনায়তনে পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
এ সময় অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এ. এন. এম মঈনুল ইসলাম, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি এড. আবুল কালাম আজাদ, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ সমরেশ চন্দ্র দাস, জেলা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম প্রমুখ।
আসন্ন পবিত্র ঈদুল আযহায় সাতক্ষীরা পৌর সভার ৯টি ওয়ার্ডে পশু জবাইয়ের নির্ধারিত স্থান সমূহ:
১নং ওয়ার্ড : কাটিয়া ঢালীপাড়া আজিজুল ঢালীর বাড়ীর পাশে। কাটিয়া লস্করপাড়া আল আরাবীয়া জামে মসজিদ প্রাঙ্গনে। মধ্য কাটিয়া মাঠপাড়া নবনুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে। উত্তর কাটিয়া আব্দুল আহাদ মাষ্টারের বাড়ীর মোড়। মিলবাজার ঈদগাহ ময়দান মাঠে। সাতক্ষীরা সরকারী উচ্চ বালক বিদ্যালয় মাঠে। মধ্য কাটিয়া বায়তুন নূর জামে মসজিদ মাঠে।
২নং ওয়ার্ড : সাতক্ষীরা সরকারী কলেজ মাঠ। কাটিয়া সরকার পাড়া জান্নাতুল বাকী জামে মসজিদ মাঠে। লষ্কারপাড়া ঈদগাহ ময়দান মাঠে।
৩নং ওয়ার্ড: পুরাঃ সাতক্ষীরা আলিয়া মাদ্রাসা মাঠে। পুরাঃ সাতক্ষীরা মদিনা মসজিদ ঈদগাহ ময়দান মাঠে। পল¬ীমঙ্গল ¯কুল মাঠে। পুরাঃ সাতক্ষীরা ছয়আনি জমিদার বাড়ীর খোলা মাঠে। ঘুড্ডেরডাঙ্গী ঈদগাহ মাঠে। দক্ষিণ শেখ পাড়া ঈদগাহ মাঠ।
৪নং ওয়ার্ড: সুলতানপুর ক্লাব মাঠ। কাজী পাড়া মসজিদ প্রাঙ্গনে। সুলতানপুর বটতলার মাঠ। সুলতানপুর পিটিআই মাঠে। দক্ষিণ সুলতানপুর ঈদগাহ ময়দান মাঠ। প্রাণসায়ের সিটি মার্কেটের সামনের খালধার।
৫নং ওয়ার্ড: গড়েরকান্দা আহ্লে হাদীস জামে মসজিদের সামনের মাঠ। পারকুখরালী ডাঙ্গীপাড়া জামে মসজিদের ঈদগাহের মাঠ। বাটকেখালী কারিমা ¯কুলের মাঠ। মিয়াসাহেবেরডাঙ্গী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠ। পারকুখরালী খালকান্দা ঈদগাহের মাঠ।
৬নং ওয়ার্ড: বাঁকাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে।
৭নং ওয়ার্ড: ইটাগাছা পৌর কৃষি মার্কেটে। ইটাগাছা প্রাইমারী ¯কুল মাঠে। ইটাগাছা জামাল প্রফেসরের চাতালে। খড়িবিলা প্রাইমারী ¯কুলে। রইছপুর প্রাইমারী ¯কুলে। রইছপুর মাঝেরপাড়া।
৮নং ওয়ার্ড : পলাশপোল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে। পলাশপোল গুড়পুকুর ঈদগাহ ময়দানের মাঠে। সাতক্ষীরা সপিং সেন্টারের উত্তর পাশে। রউফ চেয়ারম্যানের গ্যারেজে। পলাশপোল নিউ মার্কেট সংলগ্ন আলী মার্কেটে। কামালনগর ঈদগাহ ময়দান। কামালনগর দক্ষিণ পাড়া সিদ্দিক মিয়ার জমিতে। কামালনগর উত্তরপাড়া আল হাদিস জামে মসজিদের সামনে।
৯নং ওয়ার্ড: মেহেদীবাগ খাদিজাতুল কোবরা জামে মসজিদ মাঠে। খুলনা রোড মোড় মুক্তিযোদ্ধা সংসদ চত্ত্বরে। রসুলপুর হাই ¯কুল মাঠে। উত্তর পলাশপোল আব্দুস সাত্তারের পুকুর সংলগ্ন মাঠে। পলাশপোল ষ্টেডিয়াম সংলগ্নের পাশে।
পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র মো. আব্দুস সেলিম, পৌরসভার সচিব সাইফুল ইসলাম বিশ্বাস, কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপা, জ্যোৎন্সা আরা, শেখ শফিক উদ-দৌল্লা সাগর, ফারহা দিবা খান সাথী, কাজী শেখ ফিরোজ হাসান, শেখ জাহাঙ্গীর হোসেন কালু, শফিকুল আলম বাবু, শাহিনুর রহমান শাহিন, শেখ আব্দুস সেলিম, অনিমা রানী মন্ডলসহ পৌরসভার কর্মকর্তাবৃন্দ।
অগ্রগতি পর্যালোচনা সভায় সাতক্ষীরা পৌর সভায় নির্দিষ্ট স্থানে কোরবানীর পশু জবেহ সংক্রান্ত বিষয়ে কাউন্সিলরদের নিয়ে কমিটি গঠন ও নির্দিষ্ট জায়গা নির্ধারন করা হয়। উক্ত কমিটির কাছে কোরবানীর জন্য নাম নিবন্ধন করতে হবে।
জেলা প্রাণি সম্পদ অফিসের উদ্যোগে ২৫টি মেডিকেল টিম করা হয়েছে এবং জেলায় ভাল মানের ৪০ হাজার গরু প্রস্তুত আছে। রক্ত ও পশুর বর্জ্য অপসরণ করার লক্ষে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করা হয়েছে। ঈদের দিন পৌর এলাকায় আইন শৃংখলা রক্ষা এবং পরিবেশ দূষণ রোধে জেলা প্রশাসনের পক্ষ থেকে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।
মন্তব্য চালু নেই