সাতক্ষীরা পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা
সাতক্ষীরা পৌর সভা’র ২০১৫-১৫ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা পৌরসভা মিলনায়তনে সাতক্ষীরা পৌর সভার ১৪৫তম এ উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়। বাজেটে ২০১৫-১৫ অর্থ বছরে মোট ৩৯ কোটি ২৬ লক্ষ ৪৫ হাজার ৮৬৪ টাকা ৮৫ পয়সার বাজেট ঘোষনা করা হয়।
সাতক্ষীরা পৌর মেয়র আলহাজ্ব এম এ জলিলে’র সভাপতিত্বে বাজেট ঘোষনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সদর ২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মীর মোদাচ্ছের হোসেন, সনাক সভাপতি প্রফেসর আব্দুল হামিদ। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, প্যানেল অব মেয়র শেখ শফিক উদ দৌলা সাগর, মহিলা কাউন্সিলর ফরিদা আক্তার বিউটি প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন কাউন্সিলর মাসুম বিল্লাহ শাহীন।
মন্তব্য চালু নেই