সাতক্ষীরা আহ্ছানিয়া মিশনের সভা ও ইফতার মাহফিল

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা আহ্ছানিয়া মিশনের নব নির্বাচিত ম্যানেজিং কমিটির সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১১ রমজান সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন হলরুমে সাতক্ষীরা আহ্ছানিয়া মিশনের সভাপতি ও জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দিনের সভাপতিত্বে এ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার শাহ্ আবদুল সাদী। সাতক্ষীরা আহ্ছানিয়া মিশনের সাধারণ সম্পাদক শেখ আজিজুল হকের পরিচালনায় বক্তব্য রাখেন নব নির্বাচিত সহ সভাপতি শেখ তৌহিদুর রহমান ডাবলু, মোঃ ফজলুর রহমান, প্রাক্তণ সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রব ওয়ার্ছী, যুগ্ম সম্পাদক কাজী সিরাজুল হক, সহ সম্পাদক মোঃ মুজিব হোসেন নান্নু, ক্যাশিয়ার মোঃ আবু দাউদ, ম্যানেজিং কমিটির সদস্য অধ্যক্ষ আব্দুল মজিদ, এ.এস.এম আজিজ হাসান, এস.এম আব্দুস সাত্তার, কাজী আমিরুল হক (আহাদ), কাজী মনিরুজ্জামান মুকুল, কাজী সাফিউল আযম, মোঃ গোলাম মোস্তফা, মোনায়েম খান চৌধুরী, মোঃ আব্দুর রহমান, মোঃ আব্দুল খালেক, মোঃ নজরুল ইসলাম, শেখ আব্দুল মাসুদ, শেখ আবুল কালাম প্রমুখ। সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দিন বলেন, সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন একটি সমাজসেবা মুলক ধর্মীয় প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানের উন্নয়নে নব নির্বাচিত কমিটির সকল সদস্যকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পবিত্র রমজান আত্মসংযমের মাস। এই মাসের গুরুত্ব ও তাৎপর্য অনেক বেশি। রমজানের রোজা পালনের মাধ্যমে আমাদের তাকওয়া অর্জন করতে হবে। এই পবিত্র মাসে বহু সুমামের এই প্রতিষ্ঠানের সুনাম অক্ষুন্ন রাখতে হবে। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম জিয়া।



মন্তব্য চালু নেই