সাতক্ষীরা আহ্ছানিয়া মিশনে আলোচনা সভা ও মিলাদ শরীফ অনুষ্ঠিত
প্রেসবিজ্ঞপ্তি:আহ্ছানিয়া মিশনের প্রতিষ্ঠাতা সুলতানুল আউলিয়া কুতুবুল আকতাব গওছে জামান আরেফ বিল্লাহ হযরত শাহ্ ছুফী আলহাজ্ব খান বাহাদুর আহ্ছান উল্লা (রঃ) এর জীবনী নিয়ে আলোচনা ও সাপ্তাহিক মিলাদ শরীফ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন জামে মসজিদে অধ্যাপক আজাদ মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য ও মিলাদ শরীফ পরিচালনা করেন নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের হাফেজ মাওলানা হাবিবুর রহমান। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সাতক্ষীরা আহ্ছানিয়া মিশনের সাধারন সম্পাদক মোঃ আব্দুর রব ওয়ার্ছী। অনুষ্ঠানের পীর কেবলা’র জীবনী ও ‘ভক্তের পত্র’ গ্রন্থটি পাঠ করা হয়। এসময় উপস্থিত ছিলেন আলহাজ্ব সিরাজুল ইসলাম, আলহাজ্ব আব্দুল হামিদ, অধ্যাপক আকবার আলী, মীর আমজাদ হোসেন, শেখ মাহতাব উদ্দীন সহ পীর কেবলা’র অসংখ্যা ভক্তবৃন্দ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম জিয়া।
মন্তব্য চালু নেই