সাতক্ষীরায় ৩ ডাকাতকে গুলিবিদ্ধ অবস্থায় আটক
সাতক্ষীরায় পরিবহন ডাকাতির চেষ্টাকালে পুলিশ-ডাকাত সংঘর্ষ হয়েছে। সোমবার রাত সাড়ে ৩টার দিকে সাতক্ষীরা-যশোর মহা সড়কের ছয়ঘরিয়া এলাকায় এ ঘটনা ঘটেছে। সংঘর্ষে ৩ ডাকাতকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করেছে পুলিশ। এ ছাড়া ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শ্যুটারগান ও দু’টি ম্যাগজিন উদ্ধার করা হয়। গুলিবিদ্ধরা হলেন- সাতক্ষীরার পাটকেলঘাটা থানার শেখ আফাজউদ্দীনের ছেলে পলাশ রহমান (৩৫), সদর উপজেলার ধুলিহর গ্রামের আলমগীর হোসেন (৩৬) ও খুলনার ডুমুরিয়া উপজেলার মিরসিসি গ্রামের মোতালেব হোসেনের ছেলে মতিউর রহমান (৩৮)। আটককৃতদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক সংঘর্ষে ৩ ডাকাতকে গুলিবিদ্ধ অবস্থায় আটকের বিষয়টি পরিবর্তন ডট কমকে নিশ্চিত করে বলেন, দুর্বৃত্তরা পরিবহন ডাকাতির চেষ্টা করছে এমন খবরের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযানে যায়। এ সময় ডাকাতরা পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। এতে তিন ডাকাতের পাঁয়ে গুলিবিদ্ধ হয়।
মন্তব্য চালু নেই