সাতক্ষীরায় সম্পন্ন হলো একই লগ্নে একই মঞ্চে ৬টি বিয়ে

আব্দুর রহমান,সাতক্ষীরা ॥ সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নের গাভা এবিএস নার্সিং পয়েন্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতায় সম্পন্ন হলো একই লগ্নে একই মঞ্চে ৬টি বিয়ে। শনিবার রাতে তুমুল আনন্দ-উল্লাস আর বাদ্য বাজনা বাজিয়ে এ বিয়ে সম্পন্ন হয়। মৎস্যজীবী উপজাতি এবং হত দরিদ্র উন্নয়ন সোসাইটির ব্যানারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতায় এ বিয়ে সম্পন্ন হয়। সাতক্ষীরা জেলা প্রশাসক নাজমুল আহসানের সভাপতিত্বে বিয়ের পর নব দম্পতিদেরকে প্রাণভরে আর্শীবাদ করতে আসেন মৎস্য ও প্রাণি সম্পদ প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের নন্দিত কন্ঠশিল্পী মনোরঞ্জন ঘোষাল, সাতক্ষীরা সদর এমপি মীর মোস্তাক আহমেদ রবি। আশীর্বাদ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আবুল খায়ের সরদার, খুলনা বিভাগীয় মৎস্য কর্মকর্তা মনিরুজ্জামান, খুলনা জেলা মৎস্য কর্মকর্তা প্রফল্ল কুমার সরকার, জেলা মৎস্য কর্মকর্তা আব্দুল অদুদ, সহকারি পুলিশ সুপার (সদর সার্কেল) মনিরুজ্জামান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইনামুল হক, মৎস্যজীবী উন্নয়ন সমিতির বিমল কৃষ্ণ পোর্দার প্রমুখ। অনুষ্ঠানে কলারোয়ার বারপোতা গ্রামের মানিক সরকারের মেয়ে শ্যামলী রাণী সরকারের সাথে কলারোয়ার গৌর চন্দ্র হালদারের ছেলে সঞ্জয় সরকারের, শ্যামনগরের মুন্সীগঞ্জের মনোরঞ্জন গোলদারের মেয়ে কল্পনা রাণী গোলদারের সাথে সদরের গাংনিয়া গ্রামের বৈদ্যনাথ গোলদারের ছেলে বৃত্ত গোলদার, গাংনিয়া গ্রামের গৌর চন্দ্র মন্ডলের মেয়ে রূপা রাণী মন্ডলের সাথে ফিংড়ির মঙ্গল ঢালীর ছেলে সুকুমার ঢালীর এবং শ্যামনগর উপজেলার শংকরকাটি গ্রামের কানাইলাল মন্ডলের মেয়ে মালতি মন্ডলের সাথে গাংনিয়ার নারায়ন চন্দ্র মিত্র’র ছেলে দেবাশীষ মন্ডল সহ ৬ জোড়া দম্পতির বিয়ে একই অনুষ্ঠানে একই লগ্নে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে মৎস্য প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ নব দম্পতির আগামী দূর্গাপূজার পোশাক পরিচ্ছদের দায়িত্ব নেন। একই সাথে সাতক্ষীরা সদর এমপি মীর মোস্তাক আহমেদ রবিও এ নব দম্পতিদের প্রাণঢালা আশীর্বাদ জানিয়ে তাদের সুখ-দুঃখের সাথী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। উৎসবমুখর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ব্যতিক্রমধর্মী এ উদ্যোগ গ্রহণ করায় এবং হত দরিদ্র মানুষের পাশে থাকায় প্রত্যেকেই প্রাণভরে অভিনন্দন জানিয়ে আশীর্বাদ করেছেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সাংবাদিক জিএম মুনছুর আলী।



মন্তব্য চালু নেই