সাতক্ষীরায় লাখো কণ্ঠে জাতীয় সংগীতের মাইক বন্ধের ঘটনায় তিন সদস্যের কমিটি গঠন
সাতক্ষীরায় ২৬ মার্চ লাখো কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনকালে মাইক বন্ধ হওয়ার ঘটনা তদন্তে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাশেদুল হাসানকে প্রধান করে সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবু আহমেদ ও নিবার্হী ম্যজিস্ট্রেট মোশারেফ হোসেনকে সদস্য করা হয়েছে। সাতক্ষীরার জেলা প্রশাসক নাজমুল আহসান বৃহস্পতিবার এ কমিটি গঠন করেন। গঠিত কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য বলা হয়েছে।
উল্লেখ্য, ‘লাখো কণ্ঠে সোনার বাংলা’ কর্মসূচিতে অংশগ্রহণের লক্ষ্যে গত ২৬ মার্চ বেলা ১১টায় সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্কে জড়ো হয় হাজারও মানুষ। ঠিক বেলা ১১টায় সমবেত কণ্ঠে জাতীয় সংগীত শুরু হওয়ার আগেই মাইক বন্ধে হয়ে যায়। কখন জাতীয় সংগীত শুরু হয়েছে কখন শেষ হয়েছে কেউ বুঝতে পারেনি। বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়।
মন্তব্য চালু নেই