সাতক্ষীরায় মা দিবস পালিত

মায়েদের র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে সাতক্ষীরায় পালিত হয়েছে বিশ্ব মা দিবস। রোববার সকালে শহরের নারকেলতলা এলাকা থেকে মায়েদের একটি র‌্যালি প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পৌর মিলনায়তনে এক সমাবেশে মিলিত হয়।

মা ও শিশু মৃত্যু রোধে সার্বিক সচেতনতার আহবান জানিয়ে মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা তারাময়ী মুখার্জীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে শিশু মৃত্যু প্রসঙ্গে জিরো টলারেন্স অবস্থান নিয়ে শপথ বাক্য পাঠ করানো হয়। তারা এ ব্যাপারে সরকারের সহায়তা কামনা করেন। একই সাথে মা ও মাতৃত্ব রক্ষায় সকলকে সচেতন হবার আহবান জানান।

র‌্যালি ও আলোচনা সভায় আরও অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. মহসীন আলি, পৌর মেয়র এমএ জলিল, মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা তারাময়ী মুখার্জী, স্বদেশ পরিচালক মাধবদত্ত, বাংলাদেশ ভিশন এর অপরশে পাল, ওয়ার্লড ভিশনের দুলাল সরকার, পৌর কাউন্সিলর জোসনা আরা খাতুন প্রমুখ।



মন্তব্য চালু নেই