সাতক্ষীরায় মাসিক রাজস্ব সভা অনুষ্ঠিত
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় মাসিক রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
মাসিক রাজস্ব সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অরুন কুমার মন্ডল, আরডিসি সুফিয়া আক্তার, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. শশাঙ্ক কুমার, সদর উপজেলা নির্বাহী অফিসার শাহ আবদুল সাদী, দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার তহমিনা খাতুন, কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায়, আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার সুষমা সুলতানা, তালা উপজেলা নির্বাহী অফিসার মাহবুবর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মনিরা পারভীন, সহকারী কমিশনার সানজিদা বেগম, ডি আই ওয়ান মিজানুর রহমান, কৃষিবিদ জিএম এ গফুর প্রমুখ। এ সময় মাসিক রাজস্ব সভা সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য চালু নেই