সাতক্ষীরায় মাদ্রাসা ছাত্রীর আত্মহত্যা

বুধবার সকাল ১১ টায় অষ্টম শ্রেণীর ছাত্রী মোছাঃ পিয়া খাতুন (১৪) গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। পিয়া সাতক্ষীরা সদরের রামেরডাঙ্গা গ্রামের আলেয়া খাতুনের মেয়ে। সে মাধবকাটি দাখিল মহিলা মাদ্রাসার অষ্টম শ্রেণীতে পড়াশোনা করত।
পারিবারিক কলহ বা প্রেম ঘটিত কারণে আত্মহত্যা করেছে বলে ধারণা এলাকাবাসীর। তবে এ ব্যাপারে পরিবার থেকে তেমন কোন তথ্য পাওয়া যায়নি।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। লাশ ময়না তদন্তের জন্য প্রক্রিয়া চলছে। তদন্তের পর আত্মহত্যার কারণ জানা যাবে বলে তিনি জানান।
মন্তব্য চালু নেই