সাতক্ষীরায় বিএনপি নেতা আব্দুল মাজেদ আর নেই

সাতক্ষীরা সদর উপজেলার ১১ নং ঝাউডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি ও ৫ বার নির্বাচিত ইউপি সদস্য তুজলপুর গ্রামের মৃত ছাদেক মুক্তির ছেলে আব্দুল মাজেদ রোববার ভোর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরন করেছেন (ইন্না….রাজেউন)। মৃত্যু কালে তার বয়স হয়েছিল (৫৭) বছর। তিনি ৪ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণাগ্রাহী রেখে গেছেন। তিনি এলাকার সাদা মনের মানুষ হিসেবে সকলের কাছে পরিচিত ছিলেন। সোমবার বাদ যোহর বাদ মরহুমের জানাজা শেষে তার পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। মরুহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সহানুভুতি জানিয়ে বিবৃতি দিয়েছেন, ১১ ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম সহ সকল সদস্যবৃন্দ।






















মন্তব্য চালু নেই