সাতক্ষীরায় বাল্য বিবাহ প্রতিরোধে র্যালী ও মানববন্ধন
আব্দুর রহমান, সাতক্ষীরা ॥ ‘বালিকারা বিয়ের কনে নয়’ এই স্লোগানকে সামনে রেখে জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে র্যালী ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় সাতক্ষীরা সরকারি কলেজ রোডে শহীদ রিমু মঞ্জিলের সামনে বাল্য বিবাহ প্রতিরোধে সচেতনা বৃদ্ধির জন্য এ কর্মসূচি পালন করা হয়েছে। মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার সদস্য এড. ফরিদা আক্তার বানু। এসময় বক্তব্য রাখেন- এড. শাহনাজ পারভীন মিলি, ফারহা দিবা খান সাথী, লাসমিন হোসেন, জেলা কর্মকর্তা মোঃ আনসার আলী প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন সমন্বয়কারী শেখ মোকছেদ আলী, উচ্চমান সহকারী মোতাছিম বিল্লাহ, প্রশিক্ষক অলিকা সরকারসহ সুধীজন।
মন্তব্য চালু নেই