সাতক্ষীরায় প্রতিবন্ধীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
সাতক্ষীরায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রতিবন্ধীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় সাতক্ষীরা প্রেসক্লাব মিলনায়তনে প্রতিবন্ধী পূনর্বাসন উন্নয়ন ফাউন্ডেশনের আয়োজনে এ সামগ্রী বিতরণ করা হয়।
প্রতিবন্ধী পূনর্বাসন উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি ও সাতক্ষীরা বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক এম. রফিকে’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রতিবন্ধীদের মাঝে ঈদ সামগ্রী (সেমাই, চিনি, বাদাম ও কিসমিচ) তুলে দেন শহর সমাজসেবা কর্মকর্তা মো. সহিদুর রহমান।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন প্রতিবন্ধী পূনর্বাসন উন্নয়ন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল।
মন্তব্য চালু নেই