সাতক্ষীরায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে ডাকাত সর্দার গুলিবিদ্ধ

সাতক্ষীরা সদর উপজেলায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে শহিদুল ইসলাম (৩৮) নামে এক ডাকাত সরদার গুলিবিদ্ধ হয়েছে। এসময় দুই পুলিশ সদস্য আহত হন। আজ মঙ্গলবার ভোর রাতে পল্লী মঙ্গল স্কুল এন্ড কলেজের পিছনে শহীদুল ইসলামের নেতৃত্বে ডাকাতির প্রস্তুতি গ্রহনকালে উপপরিদর্শক সাখাওয়াৎ হোসেনের নেতৃত্বে পুলিশের ফোর্স সেখানে হানা দেয়।

এসময় পুলিশকে লক্ষ্য করে তারা ককটেল ও হাত বোমা ছুড়ে মারে। জবাবে পুলিশও কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয় শহিদুল ইসলাম। আহত শহীদুল ইসলাম শহরের রসুলপুর মহল্লার আকবর আলীর ছেলে। সে বর্তমানে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে। এসময় ডাকাতের অন্য সদস্যরা পালিয়ে যায়। বন্দুকযুদ্ধের সময় আহত পুলিশ সদস্যরা হলো শফিকুল ইসলাম ও মোক্তার হোসেন। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ গুলির খোসা ও বোমার সরঞ্জাম উদ্ধার করেছে।

সাতক্ষীরা পুলিশের তথ্য কর্মকর্তা উপপরিদর্শক কামাল হোসেন জানান, আহত শহিদুলের বিরুদ্ধে কয়েকটি ডাকাতি, রাহাজানি ও দস্যুতার মামলা রয়েছে এবং পুলিশের ওপর হামলা ও গুলি করার ঘটনায় আরও একটি মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হয়েছে।



মন্তব্য চালু নেই