সাতক্ষীরায় পতাকা হাতে ব্যবসায়ী-জনতার অবস্থান কর্মসূচি

“দেশ বাচাঁও, অর্থনীতি বাচাঁও” এই স্লোগানকে সামনে রেখে দেশের বিরাজমান পরিস্থিতি থেকে উত্তোরনের দাবীতে সাতক্ষীরায় পতাকা হাতে ব্যবসায়ী-জনতার অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।

রোববার বেলা ১২টায় সাতক্ষীরা নিউ মার্কেট চত্বরে সাতক্ষীরা চেম্বার অব কমার্সের আয়োজনে ১৫ মিনিট এ অবস্থান কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে জেলার সকল ব্যবসায়ীরা তাদের অর্থনৈতিক ও ব্যবসায়িক কার্যক্রম বন্ধ রেখে অংশ গ্রহণ করেন।

অবস্থান কর্মসূচিতে চেম্বার অব কমার্সের সভাপতি নাসিম ফারুক খান মিঠু’র সভাপতিত্বে বক্তব্য রাখেন চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি শেখ আজহার হোসেন, শেখ নুরুল হক, আলহাজ্ব আব্দুল মান্নান প্রমুখ।

বক্তারা বলেন, প্রেট্রোল বোমা মেরে পণ্যবাহী গাড়ীতে আগুন জ্বালানো হচ্ছে। পুড়ে কয়লা হচ্ছে মানুষ ও পন্যবাহী যানবাহন। সইে সঙ্গে পুড়ছে উদ্যোক্তাদরে স্বপ্ন। বাড়ছে হতাশা, কমছে বনিেিয়াগ। ফলে ব্যবসায়ীরা খুব ক্ষতির সম্মুখিন হচ্ছে। অবিলম্বে আইন করে হরতাল-অবরোধ বন্ধ করতে হবে বলেও দাবি জানান সাতক্ষীরার ব্যবসায়ীরা।

DSC08849



মন্তব্য চালু নেই