সাতক্ষীরায় নারী খেলোয়ার অংশ গ্রহণে এ্যাথলেটিক্স প্রতিযোগিতা’র উদ্বোধন

সাতক্ষীরায় জেলাব্যাপী সকল নারী খেলোয়ার অংশ গ্রহণে এ্যাথলেটিক্স প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় সাতক্ষীরা পিটিআই মাঠে জেলা মহিলা ক্রীড়া সংস্থা’র আয়োজনে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক নাজমুল আহসান।

এসময় তিনি বলেন, ‘সাতক্ষীরায় নারী খেলোয়ারদের অংশ গ্রহণে এ বিপুল সমাগমের মাধ্যমে জেলাব্যাপী এ্যাথলেটিক্স প্রতিযোগিতার উদ্বোধন প্রমাণ করে এ জেলার নারীরাও খেলাধুলায় এগিয়ে। খেলাধুলার মাধ্যমে লেখাপড়ার পাশাপাশি সত্য, সুন্দর এবং শৃঙ্খলার মূল্যবোধ প্রতিষ্ঠা করতে হবে’ উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদিকা ফারহা দিবা খান সাথী।

সাতক্ষীরা মহিলা ক্রীড়া সংস্থা’র সভানেত্রী ইশরাত জাহানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র আলহাজ্ব এম.এ জলিল, জেলা ক্রীড়া সংস্থা’র সাধারণ সম্পাদক শেখ নিজাম উদ্দীন, অতিরিক্ত জেলা প্রশাসক পত্মী ও মহিলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ শাম্মী ইসলাম, দেবহাটা ইউএনও পত্মী আঞ্জুন্নাহার প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন জেলা মহিলা ক্রীড়া সংস্থা’র সহ সভানেত্রী মমতাজুন্নাহার ঝর্ণা, এড. ফরিদা আক্তার বানু, মোহসেনা শেখ, যুগ্ম সম্পাদিকা জেসমিন আক্তার চন্দন, সাংগঠনিক সম্পাদিকা রাফিয়া প্রমুখ। আজ বিকাল ৪টায় পুরস্কার বিতরণীর মাধ্যমে অনুষ্ঠানের সমাপনী হবে।



মন্তব্য চালু নেই