সাতক্ষীরায় ধান-চাল সংগ্রহ অভিযান শুরু

সাতক্ষীরা চলতি অর্থ বছরে বোরো ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হাফিজুর রহমানের সভাপতিত্বে জেলা খাদ্য গুদামে বোরো ধান চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন ও প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক নাজমুল আহসান। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা শৈলেন চন্দ্র রায়। এসময় বক্তব্য রাখেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এর ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম শামীম হাসান, মিল মালিক সমিতির সভাপতি আব্দুর সবুর, সাধারন সম্পাদক আলহাজ্ব আব্দুল গফ্ফার। এসময় উপস্থিত ছিলেন সহকারী উপজেলা খাদ্য পরিচালক আলাউদ্দীন বিশ্বাস, মিল মালিক সমিতির সহ সভাপতি আব্দুল খালেক প্রমুখ। এবছর সাতক্ষীরা সদর উপজেলায় ৭৭৯ মে: টন ধান ও ৪৮০৮ মে: টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ধান সংগ্রহ করা হবে ২০ টাকা দরে এবং চাল সংগ্রহ করা হবে ৩১ টাকা দরে। বোরো ধান চাল সংগ্রহ অভিযান আগামী ৩০ আগস্ট পর্যন্ত চলবে।



মন্তব্য চালু নেই