সাতক্ষীরায় দলিত পরিষদের শিক্ষা উপকরণ বিতরণ
সাতক্ষীরায় দলিত জনগোষ্ঠির মানবাধিকার প্রতিষ্ঠা ও সুরক্ষাকরণ প্রকল্পের জেলা পর্যায়ে বাংলাদেশ দলিত পরিষদের সমন্বয় সভা ও অবহেলিত দলিত পরিবারের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বেলা ১২ টায় সুলতানপুর ক্যাথলিক মিশন মিলনায়তনে বাংলাদেশ দলিত পরিষদ জেলা শাখা’র সাধারন সম্পাদক গৌর দাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ফাদার রশি। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন অবসর প্রাপ্ত শিক্ষক আব্দুল খালেক, তৌহিদুর রহমান। এসময় জেলা’র অবহেলিত দলিত পরিবারের ৪৭ জন শিক্ষার্থীর মাঝে প্রত্যেককে ২০টি বড় খাতা, ১০ টি কলম ও নগদ ৫০০ টাকা প্রদান করা হয়েছে। ইউরোপিয়ন ইউনিয়নের সহযোগিতায় ও পরিত্রাণের বাস্তবায়নে সমন্বয় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ দলিত পরিষদ জেলা শাখা’র সভাপতি বৈদ্যনাথ দাশ, সহ সভাপতি পঞ্চানন দাশ, শান্তি দাশ, স্বরসতি দাশ, সহ সাধারন সম্পাদক গোপাল দাশ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন পরিত্রাণের কর্মকর্তা আলাউদ্দীন ও অশোক দাশ।
মন্তব্য চালু নেই