সাতক্ষীরায় ঢিলেঢালা হরতাল, আটক-২৭

জামায়াত নেতা মাও. দেলাওয়ার হোসাইন সাঈদীর আমৃত্যূদন্ড আপীলের রায়কে কেন্দ্র করে দেশব্যাপী জামায়াতের ডাকা হরতালে রোববার সাতক্ষীরায় কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে। হরতালের সমর্থনে জেলার কোথাও কোন পিকেটিং ও মিছিল-সমাবেশের খবর পাওয়া যায়নি। নাশকতা এড়াতে পুলিশ রাতভোর অভিযান চালিয়ে জেলার বিভিন্ন স্থান থেকে ২৭ জামায়াত-শিবির নেতা-কর্মীকে আটক করেছে। আটককৃতদের মধ্যে সাতক্ষীরা সদর উপজেলা থেকে ১৫ জন, শ্যামনগর থেকে ৪ জন, কালিগঞ্জ থেকে ৩ জন, কলারোয়া থেকে ১ জন, দেবহাটা থেকে ৩ জন এবং পাটকেলঘাটা থেকে ১ জন। আটককৃতদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
হরতালের কারনে সাতক্ষীরা থেকে দূরপাল্ল¬ার কোন পরিবহন ছেড়ে যায়নি। পরিবহন বন্ধ থাকার কারনে যাত্রীরা পড়েছেন বিপাকে। জেলার আভ্যন্তরীন সড়কগুলিতে সীমিত সংখ্যক যান চলাচল করতে দেখা গেছে। বেলা বাড়ার সাথে সাথে শহরের অধিকাংশ দোকানপাটও অফিস আদালত খুলতে শুরু করে। হরতালের কোন প্রভাব পড়েনি সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরে। নাশকতা এড়াতে জেলার বিভিন্ন স্থানে পুলিশ, বিজিবি ও র‌্যাবের সমন্বয়ে গঠিত যৌথবাহিনীর টহল জোরদার রয়েছে।



মন্তব্য চালু নেই