সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী নিহত

আবুল কাশেম, সাতক্ষীরা : সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় সুবোধ বিশ্বাস (৫০) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার দুপুর ৩টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিনেরপোতার বিসিক সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুবোধ ঘোষ জেলার তালা উপজেলার ধানদিয়া ইউনিয়নের ঝড়গাছা গ্রামের অর্জুন বিশ্বাসের ছেলে।
স্থানীয়রা জানান, দুপুরে সুবোধ বিশ্বাস সাইকেলযোগে সাতক্ষীরা শহরের দিকে আসছিলেন। পথিমধ্যে বিনেরপোতার বিসিক এলাকায় পৌছালে একটি দ্রুতগামী ট্রাক পিছন দিক থেকে তাকে ধাক্কা দেয়। এতে মাথা থেতলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সাতক্ষীরা সদর থানার এসআই মামুন ঘটনাস্থল থেকে জানান, নিহতের মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।



মন্তব্য চালু নেই