সাতক্ষীরায় টর্নেডোর আঘাতে পাঁচ শতাধিক ঘর-বাড়ি ও গাছ-পালা বিধ্বস্ত
সাতক্ষীরার শ্যামনগরে টর্নেডোয় আঘাতে সুৃন্দরবন সংলগ্ন সাতটি গ্রামের পাঁচ শতাধিক ঘর-বাড়ি ও গাছপালা বিধ্বস্ত হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর, ভেটখালী, মীরগাঙ, পার্শ্বেমারী, হেতালখালী, জোতিন্দ্রনগর, গোলাখালী ও চুনকুড়ি এলাকা দিয়ে এ টর্নেডো প্রবাহিত হয়।
স্থানীয় মুন্সিগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাসেম মোড়ল জানান, সকালে হঠাৎ টর্নেডো সৃষ্টি হয়ে কয়েকটি গ্রামের মধ্য দিয়ে প্রবাহিত হয়। গ্রামের প্রতিটি ঘর-বাড়ি কমবেশি বিধ্বস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে সহস্রাধিক গাছপালা। সাধারণ মানুষ অসহায় হয়ে পড়েছে। এতে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। বিশেষ করে বিশুদ্ধ পানির অভাব দেখা দিয়েছে । স্থানীয়ভাবে দুর্যোগ পরবর্তী অবস্থা মোকাবেলা করার চেষ্টা করা হচ্ছে।
শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ক্ষয়ক্ষতির পরিমান এখনো নির্ণয় করা সম্ভব হয়নি। তবে, দ্রুত নির্ণয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
মন্তব্য চালু নেই