সাতক্ষীরায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৭তম জন্মবার্ষিকী উদ্যাপন
আব্দুর রহমান, সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে সাম্য, দ্রোহ ও প্রেমের কবি কাজী নজরুল ইসলামের ১১৭তম জন্মবার্ষিকী ২০১৬ উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাতে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন, জেলা শিল্পকলা একাডেমি ও জেলা সাংস্কৃতিক পরিষদের আয়োজনে জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অনুষ্ঠান উদ্যাপন কমিটির আহবায়ক ও স্থানীয় সরকার বিভাগের আহবায়ক এ.এন.এম মঈনুল ইসলাম, এডিএম এসএম মোস্তফা কামাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.এফ.এম এহতেশামূল হক, তালা সরকারি কলেজের সহযোগি অধ্যাপক আশুতোষ সরকার, শুভ্র আহমেদ প্রমুখ। বক্তারা বলেন, ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ, পাশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে। বাবা কাজী ফকির আহমেদ, মা জাহেদা খাতুন। ১৯৭২ সালে তৎকালীন সরকার তাঁকে জাতীয় কবির মর্যাদা নিয়ে বাংলাদেশে আসেন। কবি ১৩৮৩ বঙ্গাব্দের ১২ ভাদ্র ইন্তেকাল করেন।’ এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক পত্মী সেলিনা আফরোজ, ডিডিএলজি পত্মী সেলিনা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)পত্মী শাহনাজ বুলবুল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পত্মী রঞ্জনা মন্ডল, জেলা শিক্ষা অফিসার কিশোরী মোহন সরকার, জজকোর্টের পিপি এড. ওসমান গণি, জেলা যুবলীগের সভাপতি আব্দুল মান্নান, জেলা সাহিত্য পরিষদের সভাপতি শহীদুর রহমান, সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম আব্দুল্লাহ আল মামুন, সহকারী শিক্ষক ইয়াহিয়া ইকবাল, কাউন্সিলর জ্যোন্সা আরা, শ্রমিকলীগ নেতা শেখ তৌহিদুর রহমান ডাবলু, কষ্ঠশিল্পী আবু আফফান রোজ বাবু, শামীমা পারভীন রতœা, সঙ্গীত শিক্ষক মোঃ শহিদুল ইসলাম প্রমুখ। আলোচনা সভায় জাতীয় কবি নজরুলের উপর একটি মাল্টিমিডিয়া ভিত্তিক প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মোশফিকুর রহমান মিল্টন ও হেনরী সরদার।
মন্তব্য চালু নেই