সাতক্ষীরায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

‘সরকারি আইনী সহায়তা পাওয়ার উন্মুক্ত হলো দ্বার, বিকল্প বিরোধ নিস্পত্তি সংযুক্ত হলো এবার’ এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় জাতীয় আইনগত সহায়তা দিবস ২০১৫ উদ্যাপন উপলক্ষে বর্নাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় জেলা আইনগত সহায়তা কমিটির আয়োজনে সাতক্ষীরা পুরাতন কোর্ট চত্বর থেকে একটি বর্নাঢ্য র‌্যালী বের হয়।

র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা জজকোর্ট চত্বরে আলোচনা সভায় মিলিত হয়। র‌্যালীতে অংশ গ্রহণ করেন জেলা দায়রা জজ জোয়ার্দ্দার মোঃ আমিরুল ইসলাম, সাতক্ষীরা পুলিশ চৌধরী মঞ্জুরুল কবির পিপিএম (বার), সিভিল সার্জন ডাঃ সালেহ আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার মীর মোদাচ্ছের হোসেন, নারী শিশু আদালতের জজ জিয়াউল হক, চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট নিতাই চন্দ্র সাহা, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল প্রমুখ।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা দায়রা জজ জোয়ার্দ্দার মোঃ আমিরুল ইসলাম। এসময় জেলা প্রশাসন, জেলা পুলিশ প্রশাসন, জেলা আইনজীবী সমিতিসহ বিভিন্ন এনজিও প্রতিনিধি ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই