সাতক্ষীরায় জলবায়ু বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উপলক্ষে বনার্ঢ্য র‌্যালী ও মানববন্ধন

‘জলবায়ু পরিবর্তন মোকাবেলাই চাই স্বচ্ছতা, ন্যায্যতা ও জবাবদিহীতা’ এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উপলক্ষে বনার্ঢ্য র‌্যালী ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০টায় সচেতন নাগরিক কমিটি সাতক্ষীরা’র আয়োজনে একটি বর্নাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নিউ মাকেটস্থ (শহীদ আলাউদ্দীন চত্বরে) মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন সনাক সভাপতি প্রফেসর আব্দুল হামিদ, সনাক সাতক্ষীরা’র এরিয়া ম্যানেজার আশিক বিল্লাহ প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন মোঃ সাইফুল ইসলাম, আব্দুর রহমান, আশরাফুল ইসলাম সহ সনাক সাতক্ষীরার সদস্যবৃন্দ। মানববন্ধনে বক্তারা বলেন, ‘প্রতিশ্রতি জলবায়ু অর্থ কোন অনুদান বা অনুকম্পা নয়- আমাদের ন্যায্য পাওনা ও অধিকার। পরিবেশ দূষণ ও কার্বন নিরসণের জন্য দায়ী দেশ সমূহকে ক্ষতিপূরণ দিতে হবে। জলবায়ু তহবিল অবশ্যই উন্নয়ন সহায়তার বাইরে সম্পূর্ণ ‘নতুন’ এবং ‘অতিরিক্ত’ হতে হবে।



মন্তব্য চালু নেই