উদ্বোধনী খেলায় কালিগঞ্জ উপজেলা দল ১-০ গোলে জয়ী

সাতক্ষীরায় ওয়ালটন জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন

সাতক্ষীরা স্টেডিয়ামে ওয়ালটন জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকাল ৩ টায় সাতক্ষীরা স্টেডিয়ামে মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন, থিম সং, বেলুন ফেস্টুন  ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে ৮ দলীয় এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন খুলনার বিভাগীয় কমিশিনার মো. আবদুস সামাদ। এসময় তিনি বলেন, ‘সাহিত্য, ক্রীড়া ও সাংস্কৃতি অঙ্গনে সাতক্ষীরা জেলার মানুষ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। আমরা জানি যৌবনের শ্রেষ্ঠ বিকাশ হলো ক্রীড়াই। ক্রীড়া এমন একটি বিষয় যে, জাতি গঠনে এক ঐতিহাসিক ভূমিকা রাখে। আমাদের দেশের ক্রীড়াবিদরা আমাদের দেশকে পরিচিতি করে। আমাদের নতুন প্রজন্মকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে হবে। তরুণ প্রজন্মের লুকায়িত প্রতিভা জাগিয়ে তুলতে হবে। আমরা মাদকমুক্ত, ইভটিজিংমুক্ত, কর্মমুখী প্রজন্ম এবং জঙ্গীবাদমুক্ত একটি সুন্দর সমাজ দেখতে চাই। আমাদের দেশের মানুষ ক্রীড়াঙ্গণে ফিরে আসুক এবং তাদের লুকায়িত প্রতিভার বিকাশ ঘটানোর মাধ্যমে দেশকে বিশ্বের মাঝে ছড়িয়ে দেবে।’ সাতক্ষীরা স্টেডিয়ামে অনুষ্ঠিত এ জাকজমকপূর্ন ফুটবল খেলার উদ্বোধনী খেলায় কালিগঞ্জ উপজেলা দল ও কলারোয়া উপজেলা দল অংশ নেয়। উদ্বোধনী খেলায় কালিগঞ্জ উপজেলা দল ১-০ গোলে কলারোয়া উপজেলা দলকে পরাজিত করে। খেলার দ্বিতীয়ার্ধে কালিগঞ্জ দলের অধিনায়ক ১০ নম্বর জার্সিধারী খেলোয়ার এমিলি একটি গোল করে জয়ের লক্ষে পৌছে যান। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন কালিগঞ্জ উপজেলার দলের ২নং জার্সি লিটন। খেলায় প্রধান SSরেফারীর দায়িত্ব পালন করেন ফিফা রেফারী তৈয়্যেব হাসান বাবু এবং সহযোগী রেফারী আব্দুল গফ্ফার ও রফিকুল ইসলাম। সাতক্ষীরা জেলা ফুটবল এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা জেলা প্রশাসক নাজমুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী খেলায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবির, অতিরিক্ত জেলা প্রশাসক মহাসিন আলী, সাতক্ষীরা পৌর মেয়র আব্দুল জলিল, সাতক্ষীরা জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী সিরাজুল ইসলাম খান, ওয়ালটন কর্মকর্তা শফিউল্লাহ লিটন প্রমুখ। উদ্বোধনী খেলা দেখার জন্য খেলা শুরুর আগেই সাতক্ষীরা স্টেডিয়ামের দর্শক গ্যালারী কানায় কানায় ভরে যায়। আজ মঙ্গলবার বিকাল ৩ টায় সাতক্ষীরা স্টেডিয়ামে দেবহাটা উপজেলা দল বনাম সাতক্ষীরা সদর উপজেলা দল খেলবে। এছাড়া আগামী ২১ নভেম্বর শ্যামনগর বনাম তালা, ২২ নভেম্বর আশাশুনি বনাম সাতক্ষীরা পৌরসভা দলের ১ম রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে এবং চলতি মাসের ২৭ তারিখে সাতক্ষীরা-যশোর মহিলা দলের মধ্যে থাকবে প্রদর্শনী ফুটবল। এসব খেলায় বাংলাদেশ জাতীয় দলের খেলোয়ার ও বিদেশী খেলোয়ার অংশ গ্রহণ করবে।



মন্তব্য চালু নেই