সাতক্ষীরায় ইঞ্জিনভ্যানের ধাক্কায় পঞ্চম শ্রেনীর ছাত্র নিহত

সাতক্ষীরা প্রতিনিধি ॥ সাতক্ষীরার পাটকেলঘাটায় সড়ক দূর্ঘটনায় রিফাত হোসেন (১১) নামের এক শিশু নিহত হয়েছে। সে থানার বাগমারা গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য রফিকুল ইসলামের ছেলে ও বাগমারা প্রাইমারী স্কুলের পঞ্চম শ্রেনীর ছাত্র। পাটকেলঘাটা থানার ওসি মামুনুর রশিদ জানান, বুধবার বিকেলে রিফাত সাইকেলে করে পাটকেলঘাটা-বাগমারা সড়ক দিয়ে পাটকেলঘাটা বাজারে আসছিল। পথিমধ্যে কাজীকাটি নামক স্থানে বিপরীত দিক দিয়ে আসা একটি যাত্রীবাহি ইঞ্জিনভ্যান তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করার জন্য নিয়ে আসার পথে শিশুটি মারা যায়।



মন্তব্য চালু নেই