সাতক্ষীরায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

সাতক্ষীরায় র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হলো আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০১৫। এ উপলক্ষে সকাল সাড়ে ১০টায় আন্তর্জাতিক আদিবাসী দিবস বাস্তবায়ন কমিটির বাস্তবায়নে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্নাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় কার্তিক চন্দ্র মুন্ডা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এড. ফাহিমুল হক কিসলু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যিশুনাম আশ্রয় কেন্দ্রের পরিচালক ফাদার লুইজী পাজ্জী, সুন্দরবন আদিবাসী সংস্থার সভাপতি গোপাল চন্দ্র মন্ডল, সুন্দরবন আদিবাসী মুন্ডা সমবায় সমিতির পরিচালক নিলিমা মুন্ডা, আই,আর,ভি খুলনার সম্পাদক মেরিনা মুন্ডা, বারসিকের সমন্বয়কারী শাহীন ইসলাম, সমস্রে নির্বাহী পরিচালক কুষ্ণপদ, রতিকান্ত মুন্ডা, বিশ্বজিৎ মুন্ডা প্রমুখ। আলোচনা সভা শেষে আদিবাসীদের সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।



মন্তব্য চালু নেই