পশ্চিমবঙ্গে সোয়াইন ফ্লু

সাতক্ষীরার ভোমরা ইমিগ্রেশন চেকপোস্টে মেডিকেল ক্যাম্প স্থাপন

সম্প্রতি পশ্চিমবঙ্গে সোয়াইন ফ্লুর প্রকোপ বেড়ে যাওয়ায় ভারত থেকে আসা যাত্রীদের পরীক্ষা-নিরীক্ষার লক্ষ্যে সাতক্ষীরার ভোমরা ইমিগ্রেশন চেকপোস্টে মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়েছে। রোববার বেলা সাড়ে ১১টার দিকে সাতক্ষীরা জেলা প্রশাসক নাজমুল আহসান ক্যাম্পের উদ্বোধন করেন।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাতক্ষীরার সিভিল সার্জন ডা. সালেহ আহমেদ, মেডিকেল অফিসার ডা. শরীফ জাহান, প্রভাকর মজুমদার প্রমুখ।
উল্লেখ্য, বাংলাদেশে সোয়াইন ফ্লুর ভাইরাস সংক্রমণ এড়াতে ক্যাম্পে প্রতিদিন সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভারত থেকে আগত সব ধরনের যাত্রীদের পরীক্ষা-নিরীক্ষা করা হবে।



মন্তব্য চালু নেই