সাতক্ষীরার বিনেরপোতা এলাকা থেকে ১৫ রোহিঙ্গা আটক
সাতক্ষীরা: সাতক্ষীরায় ১৫ জন রোহিঙ্গা সদস্যকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে সাতটি শিশু রয়েছে। বুধবার বেলা এগারটারদিকে শহরের অদুরে বিনেরপোতা বিসিক শিল্প নগরী এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের সবার বাড়ি কক্সবাজার ও চট্রগ্রামে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক শেখ জানান, চট্টগ্রাম থেকে সৌদি পরিবহনের একটি বাসে তারা বুধবার সকালে শহরের অদুরে বিনেরপোতা বিসিক শিল্প নগরী এলাকায় নামে। এ সময় পুলিশ তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে। তাদের মধ্যে খালেদুর রহমান নামের একজন রোহিঙ্গা দালাল রয়েছে। তিনি বলেন, তাদেরকে ভারতে পাচার করা হচ্ছিল বলে জানা গেছে।
ওসি আরও জানান তাদেরকে আরও জিজ্ঞাসাবাদ করে সিদ্ধান্ত নেওয়া হবে।
মন্তব্য চালু নেই