সাতক্ষীরার দেবহাটায় শীতবস্ত্র বিতরণ

সাতক্ষীরার দেবহাটার কুলিয়াস্থ বাহার বারী মাহমুদা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্ত গরীব অসহায় মানুষের মাঝে গতকাল বিকালে শীতবস্ত্র বিতরন করা হয়েছে। উক্ত ওয়েলফেয়ার ফাউন্ডেশন প্রতি বছরের মত এবারও এলাকার দরিদ্র অসহায় সাধারন মানুষের মাঝে ১২০পিচ কম্বল, সোয়েটার, চাঁদরসহ বিভিন্ন ধরনের গরম কাপড় বিতর করে। শীতবস্ত্র বিতরন উপলক্ষে সংস্থার নিজস্ব কার্য্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক ডাঃ আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুয়েটের পরীক্ষা নিয়ন্ত্রক ও ফাউন্ডেশনের সহ-সভাপতি তৈয়বুর রহমান। বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সহ-সাধারন সম্পাদক অধ্যাপক আকবর আলী, রেজাউল করিম, আবুল হোসেন, সাইফুল ইসলাম প্রমুখ। সভাপতি এসময় বলেন, সমাজের বিত্তবান মানুষেরা এগিয়ে আসলে শীতার্ত মানুষ তাদের কষ্ট থেকে কিছুটা হলেও উপকৃত হবে। তিনি গরীব অসহায় শীতার্ত মানুষকে সহযোগীতা করতে ফাউন্ডেশনকে উৎসাহ সহ সার্বিক বিষয়ে সহযেগীতার জন্য সকলের প্রতি আহবান জানান। উল্লেখ্য, ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক ডাঃ মোঃ আনিসুর রহমানের আর্থিক সহযোগীতায় শীতার্ত মানুষের মাধ্যে শীতবস্ত্র বিতরন করা হয়।



মন্তব্য চালু নেই