সাতক্ষীরার কুশখালি সীমান্তে নিখোঁজ এক শিশুর লাশ উদ্ধার

আবুল কাশেম, সাতক্ষীরা : দুদিন নিখোঁজ থাকার পর বুধবার সন্ধ্যায় সাতক্ষীরার কুশখালি সীমান্তের একটি পাটক্ষেতে শিশু ফাহিম আহমেদের (৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে সদর উপজেলার মৃগিডাঙ্গা গ্রামে মালয়েশিয়া প্রবাসী মনিরুল ইসলামের ছেলে।

কুশখালি সীমান্তের মেইন পিলার ১২ থেকে ২০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে তার লাশটি পড়ে ছিল। এ সময় তার নাক ও কানে রক্তপাতের চিহ্ণ দেখা দেখা গেছে বলে জানায় পুলিশ।

সাতক্ষীরা সদর থানার উপ পরিদর্শক (এসআই) আবুল কালাম জানান, মায়ের সাথে কুশখালি গ্রামে নানা হাজি মোহাম্মদ আলির বাড়িতে থাকতো ফাহিম।
তার পারিবারিক সূত্রের বরাত দিয়ে তিনি আরও জানান ফাহিম মঙ্গলবার সকাল থেকে নিখোঁজ ছিল। বিষয়টি পরে পুলিশকেও জানিয়েছিল তারা। বুধবার সন্ধ্যায় এক ব্যক্তি পাটক্ষেতে যেয়ে তার লাশটি দেখতে পুলিশকে খবর দেন। পরে লাশটি উদ্ধার করা হয়। তবে, হত্যার কারণ সম্পর্কে পুলিশ এখনই কোনো মন্তব্য করতে রাজী হননি।

বিজিবির কুশখালি বিওপি কমান্ডার সুবেদার ওমর ফারুক জানান, এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।

সাতক্ষীরা ৩৮ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল আরমান হোসেন পিএসসি এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে বিজিবি ও পুলিশ পাঠানো হয়েছে।



মন্তব্য চালু নেই