সাতক্ষীরার কালিগঞ্জে নাশকতা মামলায় তিন মাদ্রাসা শিক্ষক আটক
আব্দুর রহমান,সাতক্ষীরা ॥ সাতক্ষীরার কালিগঞ্জে নাশকতাসহ একাধিক মামলার আসামী তিন মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। তারা সবাই কালিগঞ্জ চৌমুহনী ফাজিল মাদ্রাসার শিক্ষক। বৃহস্পতিবার দুপুরের দিকে মাদ্রাসার সামনে থেকে পুলিশ তাদেরকে আটক করে। আটককৃত শিক্ষকরা হলেন, মাওলানা আব্দুস সামাদ, সাবেক ইউপি মেম্বর মাওলানা আবদুল জব্বার ও কৃষ্ণনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা আব্দুস ছাত্তার। কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গোলাম রহমান তাদের আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে কালিঞ্জ থানায় নাশকতা সৃষ্টি, গাছকাটাসহ একাধিক মামলা রয়েছে।
মন্তব্য চালু নেই