সাতক্ষীরার কাজী ফজলুল হক বড় বাবু আর নেই

সাতক্ষীরার প্রখ্যাত হোমিও চিকিৎসক কাজী মাহমুদুল হক খোকা ডাক্তারের ছেলে কাজী ফজলুল হক বড় বাবু আর নেই। দীর্ঘ কয়েক মাস মৃত্যুর সাথে লড়াই করে হার মেনে তিনি চলে গিয়েছেন না ফেরার দেশে। তিনি দুরারোগ্য ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন। তাঁকে চিকিৎসা হিসেবে ঢাকায় কেমোথেরাপি দেয়া হচ্ছিল। আগামী কেমো দেয়ার বিরতিতে তিনি সাতক্ষীরাস্থ মুনজিতপুরে তাঁর বাসায় অবস্থান করছিলেন। কয়েকদিন পূর্বে অবস্থার অবনতি হলে তাঁকে সাতক্ষীরা সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসকগণ তাঁকে আইসিইউতে রাখেন। শনিবার অন্তিম অবস্থায় সাতক্ষীরা থেকে ঢাকায় নেয়ার পথে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি খাজুরার সন্নিকটে মারা যান (ইন্না লিল্লাহে…রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৬ বছর। মরহুম স্ত্রী, ২ মেয়ে , ১ ছেলেসহ আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুর খবর সাতক্ষীরা এসে পৌঁছালে স্বজনদের মাঝে গভীর শোকের ছায়া নেমে আসে। রোববার জোহরের নামাজের পর জানাযা শেষে তাঁকে মুনজিতপুরে তাঁর পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। উল্লেখ্য, মরহুম কাজী ফজলুল হক বড় বাবু সাতক্ষীরা হতে প্রকাশিত দৈনিক পত্রদূত’র সহ-সম্পাদক অধ্যাপক জাভিদ হাসানের ছোট ভগ্নিপতি।



মন্তব্য চালু নেই